বিগত কয়েক দশক ধরে চিটফান্ড (Chitfund) কেলেঙ্কারিতে বহু মানুষ প্রতারিত হয়েছেন। তবে এবার হাইকোর্টের নির্দেশে বিনিয়োগকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। তাতে লক্ষ লক্ষ মানুষের প্রতারণার অবসান ঘটবে বলে জানাযায়! আপনিও যদি চিটফান্ড কোম্পানিতে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়ে থাকেন, তাহলে কীভাবে টাকা ফেরত পাবেন, তা জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
WB Chit Fund Refund কী?
পশ্চিমবঙ্গের হাইকোর্টের আদেশ অনুযায়ী, কয়েকটি চিটফান্ড কোম্পানি তাদের সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব কোম্পানি টাকা ফেরত দেবে:
১) রোজভ্যালি গ্রুপ।
২) অ্যালকেমিস্ট গ্রুপ।
৩) এমপিএস গ্রুপ।
৪) পৈলান গ্রুপ।
৫) ভিবজিওর গ্রুপ।
৬) ওয়ারিস ফাইনান্স গ্রুপ।
আরো পড়ুন– কেন্দ্র সরকারের লক্ষীর ভান্ডার স্কিম চালু! প্রতি মাসে ₹2500 টাকা করে পাবেন
যদি আপনি এই কোম্পানিগুলোর মধ্যে কোনও একটিতে বিনিয়োগ করে থাকেন, তাহলে নিচের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে টাকা ফেরত পেতে পারেন।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন প্রক্রিয়া:
১) সরকারি ওয়েবসাইটে যান – www.wbchitfundrefund.gov.in
২) নির্দিষ্ট কোম্পানির জন্য আবেদন ফর্ম পূরণ করুন।
৩) প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন ও সাবমিট করুন।
৪) আবেদন সফল হলে একটি রসিদ পাবেন, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন।
৫) আবেদন গৃহীত হলে আপনার নাম টাকা ফেরতের তালিকায় থাকবে।
আরো পড়ুন– রেশন কার্ড হারিয়ে গেলে কী করবেন? মাত্র ৫ মিনিটে বাড়িতে বসে বানান নতুন e-Ration Card!
আপনার স্ট্যাটাস চেক করুন নিচের লিংকে গিয়ে –
১) রোজভ্যালি চিটফান্ড আবেদন লিংক – Click Here
২) অ্যালকেমিস্ট গ্রুপ আবেদন লিংক – Click Here
৩) এমপিএস গ্রুপ আবেদন লিংক – Click Here
৪) পৈলান গ্রুপ আবেদন লিংক – Click Here
৫) ভিবজিওর গ্রুপ আবেদন লিংক – Click Here
৬) ওয়ারিস ফাইনান্স গ্রুপ আবেদন লিংক – Click Here
টাকা ফেরতের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) আধার কার্ড বা ভোটার আইডি।
২) ব্যাঙ্কের পাস বই যাতে টাকা ফেরত পাঠানো হবে।
৩) চিটফান্ড টাকা জমার রসিদ ও চুক্তিপত্র।
৪) অন্য কোনও বৈধ নথি: আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজন হতে পারে।
চিটফান্ডের টাকা ফেরতের তালিকা
কারা কারা টাকা ফেরত পেয়েছেন তা জানার জন্য তালিকা ডাউনলোড করুন:
১) রোজভ্যালি গ্রুপ – List Download
২) অ্যালকেমিস্ট গ্রুপ – List Download
৩) এমপিএস গ্রুপ – List Download
৪) পৈলান গ্রুপ – List Download
৫) ভিবজিওর গ্রুপ – Coming Soon
৬) ওয়ারিস ফাইনান্স গ্রুপ – Coming Soon