রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করার পরিকল্পনা করছে। এই নিয়ে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের পক্ষ থেকে রেশন সংক্রান্ত নির্দেশিকায় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা কী বলছে?
সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্যসচিবের সঙ্গে রাজ্যের খাদ্যসচিবদের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, নতুন রেশন কার্ড ইস্যুর সময় ই-কেওয়াইসি (eKYC) প্রক্রিয়ার মাধ্যমে আধারের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও নেওয়া হবে।
রেশনের বদলে নগদ ভর্তুকির পরিকল্পনা?
এই নতুন নিয়ম কি ভবিষ্যতে রেশন পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে চলেছে? কিছু বিশেষজ্ঞরা মনে করছেন, এতে সরাসরি গ্রাহকের ব্যাংকে নগদ ভর্তুকির পথ উন্মুক্ত হতে পারে। সূত্রের খবর, বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ৮১.৩৫ কোটি মানুষকে বিনামূল্যে ৫ কেজি চাল বা গম দেওয়া হয়। তাহলে খাদ্য ভর্তুকির খরচ কমাতেই কি এই নতুন ব্যবস্থা আনার পরিকল্পনা করছে কেন্দ্র? ফলে রেশন ডিলার ও কৃষকদের মধ্যে আশঙ্কা বাড়ছে।
আরো পড়ুন– কেন্দ্র সরকারের লক্ষীর ভান্ডার স্কিম চালু! প্রতি মাসে ₹2500 টাকা করে পাবেন
ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, সরকার যদি সরাসরি ব্যাংকে ভর্তুকির টাকা পাঠানোর পরিকল্পনা করে, তাহলে কৃষকদের উপর বড়ো প্রভাব পড়বে। কারণ, সরকার নির্দিষ্ট মূল্যে কৃষকদের কাছ থেকে চাল ও গম কেনে। যদি এই প্রক্রিয়া বন্ধ হয়, তাহলে কৃষকদের বাজার এর উপর নির্ভর হতে হবে।
সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে এমএসপি-তে (ন্যূনতম সহায়ক মূল্য) খাদ্যশস্য কেনার পরিমাণ কমেছে। ২০২০-২১ সালে সরকার ৯.৩৭ কোটি টন খাদ্যশস্য কিনেছিল। ২০২৪-২৫ সালে তা কমে ৬.৩৯ কোটি টন হওয়ার আশঙ্কা। অপরদিকে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের দাবি, এখনই নগদ ভর্তুকির সিদ্ধান্ত হয়নি। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রেশন ব্যবস্থার বড় পরিবর্তন আসতে পারে।
নতুন নিয়ম কি সত্যি গ্রাহকদের জন্য ভালো হবে, নাকি সমস্যার কারণ হবে? আপনার মতামত জানান কমেন্টে!
আরো পড়ুন– হাইকোর্টের নির্দেশ! চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে এসব কোম্পানি
আরো পড়ুন– রেশন কার্ড হারিয়ে গেলে কী করবেন? মাত্র ৫ মিনিটে বাড়িতে বসে বানান নতুন e-Ration Card!